২৫/০৮/২০২৪ তারিখে সোভিয়েত আ্যালামনাই ত্যাসোসিয়েশন, বাংলাদেশ (94.3) _এর পক্ষ থেকে ১ম
পর্যায় বন্যা-দুর্গত এলাকায় মোট ৯১ প্যাকেট ত্রান-সাহায্য বন্যা-দুর্গতের দেয়া হয়েছে। প্রতি প্যাকেটে মুড়ি ১/২
(কেজি, পানি ২ লিটার বোতল, (মাম)২ টি করে- ৪ লিটার, এনার্জি প্লাস বি্কুট (ছোট ৮ প্যাকেট করে), মেরি
বিস্কুট ফেমিলি সাইজ ১টি, কয়েল ১ প্যাকেট (১২ পিস), মোম ৫ টি, ওরস্যালাইন ৫ প্যাকেট, গ্যাস লাইটার ১
টি, প্যারাসিটামল ট্যাবলেট ১ পাতা, ব্যাগ ১টি ভ্রাণসামন্ত্রী ছিল। তাছাড়াও ৯১ প্যাকেট এর পরও ৭ টি প্যাকেট
শুধু মুড়ি, ওরস্যালাইন, লাইটার, মোম, প্যারাসিটামল দেয়া হয়েছে। স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপ-
কমিটির সদস্য-সচিব ডাঃ মুহাম্মদ আব্দুল মতিনকে আন্তরিক ধন্যবাদ।