সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন-বাংলাদেশ (SAAB) -এর গঠনতন্ত্র অনুযায়ী অসাম্প্রদায়িক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৭২ সালে বাংলাদেশ এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী, শিক্ষা, সহযোগিতা ও সাংস্কৃতিক চুক্তির আওতায় একদল মেধাবী ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার্থে সোভিয়েত ইউনিয়ন গমন করেন এবং পরবর্তীতে এর ধারাবাহিকতা বজায় থাকে। এখনো রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রজাতন্ত্রের (সিআইএসভুক্ত) দেশসমূহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ভিপুস্কনিক ভাই ও বোনেরা দেশে ও বিদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখছেন। নিজেদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সম্পর্ক, সামাজিক বন্ধন দৃঢ় করা, শিক্ষ বিস্তারে কাজ করা, পরস্পরের সুখ-দুঃখের অংশিদার হওয়ার জন্যই ১৯৮২ সালের ০৭ আগস্ট সংগঠনের জন্ম। প্রবাস জীবনের আবেগঘন স্মৃতিময় দিনগুলো সমুন্নত রাখা, ভিপুস্কনিকদের সহযোগীতা করা, গঠনমূলক ও জনকল্যানে কাজ করাই SAAB –এর লক্ষ্য।
আমাদের প্রানপ্রিয় সংগঠনের প্রথম সভাপতি ছিলেন প্রায়ত অধ্যাপক কাজী সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন প্রকৌ. সোয়েব আলী সিকদার। SAAB –এর বর্তমানে ১৩তম কার্যনির্বাহী কমিটি রয়েছে। বর্তমান ও পূর্বের সকল কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো- নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করা, মানুয়োর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করা এবং সামাজিক বন্ধন সুদৃঢ়করণ, পেশাগত ও অন্যান্য সমস্যাদি সমাধানে পারস্পরিক সহযোগিতা এবং যৌথৈভাবে জনকল্যাণের বিভিন্ন কার্যক্রম গ্রহণ, বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য সিআইএসভুক্ত (সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রসমূহ) দেশগুলোতে যেতে আগ্রহী তাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য প্রদানসহ সর্বাত্মক সহযোগীতা প্রদান। শিক্ষা বিস্তারমূলক কার্যক্রম পরিচালনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা, জাতি গঠনমূলক ও জনকল্যাণকর বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখা, দরিদ্র জনগোষ্ঠিকে বিনামূল্যে/স্বল্পমূল্যে শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন জনহিতকর সেবা প্রদানের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ করা, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ প্রদান। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের আদর্শের সাথে সংগতিপূর্ণ জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রাখা। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ কর্মশালা, উন্নয়ন বিষয়ক সভা, সেমিনার, র্যালি, ও সিম্পোজিয়াম আয়োজন করা।
সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন-বাংলাদেশ (SAAB) -এর গঠনতন্ত্র অনুযায়ী অসাম্প্রদায়িক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
© 2024 Created with Soviet Alumni Association (SAAB)