সাধারণ সম্পাদকের বাণী

স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক

সোভিয়েত আ্যালামনাই আ্যাসোসিয়েশন-বাংলাদেশ (SAAB)
সোভিয়েত আ্যালামনাই আ্যাসোসিয়েশন-বাংলাদেশ (SAAB) -এর গঠনতন্ত্র অনুযায়ী সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রজাতত্তের (সিআইএসভুক্ত) দেশসমূহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিন্রীধারীদের অসাম্প্রদায়িক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্র হতে উচ্চ শিক্ষা অর্জন করে ভিপুস্কনিক ভাই ও বোনেরা দেশে ও বিদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখছেন। নিজেদের মধ্যে সৌহার্দা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সম্পর্ক, সামাজিক বন্ধন দুঢ় করা, শিক্ষা বিস্তারে কাজ করা, পরস্পরের সুখ-দুঃখের অংশিদার হওয়ার জন্যই ১৯৮২ সালের ৭ আগস্ট সংগঠনের জন্ম। প্রবাস জীবনের আবেগঘন স্মৃতিময় দিনগুলো সমুন্নত রাখা, ভিপুস্কনিকদের সহযোগীতা করা, গঠনমূলক ও জনকল্যানে কাজ করাই আমার লক্ষ্য।

বিনয় শ্রদ্ধা জানাই যাদের ত্যাগের বিনিময়ে আজ সংগঠন শক্তিশালী অবস্থানে পৌছেছে। আশাকরি সকলের প্রচেষ্টায় আমাদের প্রানপ্রিয় সংগঠণকে আরো জনবান্ধব, টিকসই ও আরো উচ্চতর মর্যাদায় নিয়ে যেতে পারবো। প্রিয় ভিপুস্কনিক ভাই-বোনদের পরামর্শ এবং সহযোগীতায় “SMART SAAB for All” বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। সবাই ভাল থাকবেন এবং একে-অন্যের মঙ্গলের জন্য কাজ করবেন।

সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন-বাংলাদেশ (SAAB) -এর গঠনতন্ত্র অনুযায়ী অসাম্প্রদায়িক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

Contact Info

© 2024 Created with Soviet Alumni Association (SAAB)