২০.০৯.২৪ তারিখ সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB) –এর পক্ষ থেকে ৪র্থ পর্যায়ে নোয়াখালীর “গান্ধী আশ্রম ট্রাস্ট”-এ সকাল ১০:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ফ্রী মেডিক্যাল কেম্প-এ ৫০০+ রোগীর চিকিৎসা করা হয় ও ফ্রী ঔষধ দেয়া হয়। SAAB-এর ৬ জন জেষ্ঠ্য ও দক্ষ ডাক্তার নিরবিচ্ছিন্ন ও নিরলসভাবে কাজ করেছেন: ১। ডা: শফিউল ভাই, ২। ডা: হামিদা আপা, ৩। ডা: সুচি আপা, ৪। ডা: শামসুদ্দিন ভাই, ৫। ডা: সাকী আপা, ৬। ডা: মুরাদ ভাই ভলানটিয়ার হিসেবে আমি ও ইঞ্জি. সাত্তার সহায়তা করেছি। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫,০০০/-টাকা করে ১২টি পরিবারকে ৬০,০০০/-টাকা প্রদান করা হয়। তাছাড়াও “গান্ধী আশ্রম ট্রাস্ট”-এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারকে ৫,০০০/-টাকা করে ১০টি পরিবারের জন্য ৫০,০০০/-টাকা প্রদান করা হয়। মাইজদীর পুনর্বাসন কর্যক্রমে ভিপুস্কনিক জনাব রিয়াজ সহায়তা করেছেন।
বন্যার্তদের জন্য ত্রাণ বিতরন – ৩য় পর্যায়ে
৩০-০৮.২৪ তারিখে সোভিয়েত ত্যালামনাই আ্যাসোসিয়েশন, বাংলাদেশ (54/19) _এর পক্ষ থেকে ৩য় পর্যায়ে কুমিল্লা বুড়িচং এলাকার সংকুচাইল, উত্তর গা, এবং ভারত বাংলাদেশ সিমান্ত বর্তী গ্রাম হায়দারাবাদ বন্যা-দুর্গত এলাকায় মোট ৩০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে চাল : ৩.৫ কেজি, ডাল : ৫০০ গ্রাম, আলু: ১ কেজি, তেল : ৫০০ গ্রাম, লবন : ২০০ গ্রাম, বিস্কুট : ৬ প্যাকেট ( লেক্সাস), ওর স্যালাইন : ৩ প্যাকেট, ফ্লাজিল ট্যাবলেট : ১ পাতা, সেনেটারি প্যাড জয়া : ১ বক্স, পানি : ২ লিটার ত্রাণসাম্্রী ছিল। ভিপুক্কনিক তানভীর জুয়েল-কে কৃতজ্ঞতা জানাই সরেজমিনে ত্রাণ বিতরণের জন্য।
বন্যার্তদের জন্য ত্রাণ বিতরন – ২য় পর্যায়ে
২৮-০৮-২০২৪ তারিখে সোভিয়েত ত্যালামনাই আ্যাসোসিয়েশন, বাংলাদেশ (54১4.03) _এর পক্ষ থেকে ২য় পর্যায়ে কুমিল্লায় বন্যা-দুর্গত এলাকায় মোট ৪০০ বক্স খাবার বিতরণ করা হয় খাবারের মধ্যে ছিল: ভাত, মুরগি, পানি ও পাওরুটি। স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ স.ম. খুশবুল জান্নাত এবং ভিপুক্কনিক ডাঃ জামিল-কে কৃতজ্ঞতা জানাই সরেজমিনে ত্রাণ বিতরণের জন্য।
বন্যার্তদের জন্য ত্রাণ বিতরন – ১ম পর্যায়
২৫/০৮/২০২৪ তারিখে সোভিয়েত আ্যালামনাই ত্যাসোসিয়েশন, বাংলাদেশ (94.3) _এর পক্ষ থেকে ১ম পর্যায় বন্যা-দুর্গত এলাকায় মোট ৯১ প্যাকেট ত্রান-সাহায্য বন্যা-দুর্গতের দেয়া হয়েছে। প্রতি প্যাকেটে মুড়ি ১/২ (কেজি, পানি ২ লিটার বোতল, (মাম)২ টি করে- ৪ লিটার, এনার্জি প্লাস বি্কুট (ছোট ৮ প্যাকেট করে), মেরি বিস্কুট ফেমিলি সাইজ ১টি, কয়েল ১ প্যাকেট (১২ পিস), মোম ৫ টি, ওরস্যালাইন ৫ প্যাকেট, গ্যাস লাইটার ১ টি, প্যারাসিটামল ট্যাবলেট ১ পাতা, ব্যাগ ১টি ভ্রাণসামন্ত্রী ছিল। তাছাড়াও ৯১ প্যাকেট এর পরও ৭ টি প্যাকেট শুধু মুড়ি, ওরস্যালাইন, লাইটার, মোম, প্যারাসিটামল দেয়া হয়েছে। স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপ- কমিটির সদস্য-সচিব ডাঃ মুহাম্মদ আব্দুল মতিনকে আন্তরিক ধন্যবাদ।