২০.০৯.২৪ তারিখ সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB) –এর পক্ষ থেকে ৪র্থ পর্যায়ে নোয়াখালীর “গান্ধী আশ্রম ট্রাস্ট”-এ সকাল ১০:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ফ্রী মেডিক্যাল কেম্প-এ ৫০০+ রোগীর চিকিৎসা করা হয় ও ফ্রী ঔষধ দেয়া হয়। SAAB-এর ৬ জন জেষ্ঠ্য ও দক্ষ ডাক্তার নিরবিচ্ছিন্ন ও নিরলসভাবে কাজ করেছেন:
১। ডা: শফিউল ভাই,
২। ডা: হামিদা আপা,
৩। ডা: সুচি আপা,
৪। ডা: শামসুদ্দিন ভাই,
৫। ডা: সাকী আপা,
৬। ডা: মুরাদ ভাই
ভলানটিয়ার হিসেবে আমি ও ইঞ্জি. সাত্তার সহায়তা করেছি।
পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫,০০০/-টাকা করে ১২টি পরিবারকে ৬০,০০০/-টাকা প্রদান করা হয়। তাছাড়াও “গান্ধী আশ্রম ট্রাস্ট”-এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারকে ৫,০০০/-টাকা করে ১০টি পরিবারের জন্য ৫০,০০০/-টাকা প্রদান করা হয়।
মাইজদীর পুনর্বাসন কর্যক্রমে ভিপুস্কনিক জনাব রিয়াজ সহায়তা করেছেন।