৩০-০৮.২৪ তারিখে সোভিয়েত ত্যালামনাই আ্যাসোসিয়েশন, বাংলাদেশ (54/19) _এর পক্ষ থেকে ৩য়
পর্যায়ে কুমিল্লা বুড়িচং এলাকার সংকুচাইল, উত্তর গা, এবং ভারত বাংলাদেশ সিমান্ত বর্তী গ্রাম হায়দারাবাদ
বন্যা-দুর্গত এলাকায় মোট ৩০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে চাল : ৩.৫ কেজি, ডাল : ৫০০
গ্রাম, আলু: ১ কেজি, তেল : ৫০০ গ্রাম, লবন : ২০০ গ্রাম, বিস্কুট : ৬ প্যাকেট ( লেক্সাস), ওর স্যালাইন : ৩
প্যাকেট, ফ্লাজিল ট্যাবলেট : ১ পাতা, সেনেটারি প্যাড জয়া : ১ বক্স, পানি : ২ লিটার ত্রাণসাম্্রী ছিল। ভিপুক্কনিক
তানভীর জুয়েল-কে কৃতজ্ঞতা জানাই সরেজমিনে ত্রাণ বিতরণের জন্য।
